দেশের হালচিত্র

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ১৪ অক্টোবর, ২০১৬, ০৫:২৫:২৭ বিকাল

গণতন্ত্র আছে

মাথামোটা নেতা আছে

ব্যালট আছে,ভোট আছে,কিন্তু

ভোটার নেই।

.

বড়বড় নেতা আছে

বক্তিতায় ঝাঁজ আছে

দেশপ্রেমের প্রলাপ আছে,কিন্তু

জনপ্রিয়তা নেই।

.

কাড়িকাড়ি টাকা আছে

উন্নতির জোয়ার আছে

ফকির,মিসকিন আছে,কিন্তু

সুষম বন্ঠন নেই।

.

আইন আছে,আদালত আছে

যৌথবাহিনীর ক্রসফায়ার আছে

দুদক আছে,অভিযান আছে,কিন্তু

দুর্নিতীর শেষ নেই।

.

ডিজিটালের রেশ আছে

তথ্য ও প্রযুক্তি আইন আছে

ব্যাংক ডাকাত আছে,কিন্তু

বিচার নেই।

.

মুক্তিযুদ্ধের চেতনা আছে

মুক্তিযোদ্ধা আছে

বেতন,ভাতা আছে,কিন্তু

খাঁটি দেশপ্রেমিক নেই।

.

সংবিধানে "বিসমিল্লাহ" আছে

মক্তব আছে,মাদরাসা আছে

মুসলিম শাসক আছে,কিন্তু

কুরআনের বিধান নেই।

বিষয়: সাহিত্য

৮০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378708
১৫ অক্টোবর ২০১৬ রাত ০১:১৭
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ/ পিলাচ/

378725
১৫ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
সন্ধাতারা লিখেছেন : Salam. Do agree with you.
378733
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৭:১০
জাকারিয়া কবির লিখেছেন : আপনাদের জন্যও ধন্যবাদ ও শুভকামনা রইলো।
378734
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৭:২৫
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ভালো লাগলো পিলাচ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File